তারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। এ সিদ্ধান্ত তারা মেনে নেবে না। আন্দোলনকারীরা বলেন, “টাঙ্গাইল নিয়ে টানাহেঁচড়া চলবে না। টাঙ্গাইল যদি ঢাকা বিভাগে না থাকে, তাহলে একে স্বাধীন বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে।” অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুমকি দেন আন্দোলনকারীরা। অবরোধের কারণে ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী শত শত যানবাহন প্রায় ঘণ্টাব্যাপী আটকে পড়ে যানজট সৃষ্টি হয়। এক পর্যায়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও আলোচনা শেষে প্রায় দেড় ঘণ্টা পর, দুপুর সাড়ে ১২টার দিকে, আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে কালিহাতী উপজেলা...