আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৪ সদর আসনে মনোনয়ন পেতে তৎপর হয়ে উঠেছেন বিএনপি ও জামায়াতে ইসলামী ও বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী দুজনের নাম জানা গেছে। তারা হলেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। অন্যদিকে মহানগর জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মোহাম্মদ কামরুল আহসান এমরুল এ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আর ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে পাওয়া যায় না। দলের নিবন্ধন স্থগিত হওয়ার পর থেকে তারা আরও অদৃশ্য হয়ে গেছে। আবু ওয়াহাব আকন্দ: এ আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী আবু ওয়াহাব আকন্দ দলের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি এক সময়ের তুখোড় ছাত্রনেতা। দীর্ঘ রাজনৈতিক...