জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে প্রতিস্থাপন করে ময়মনসিংহ বিভাগে সংযুক্ত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জেলাবাসী। আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ বিষয়ে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থী, সাধারণ মানুষ ও স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। স্মারকলিপি প্রদান শেষে সাধারণ ছাত্র-জনতার প্রতিনিধিরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তারা স্পষ্ট ভাষায় কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে সংযুক্তির প্রস্তাব বাতিল করে ঢাকার সঙ্গে রাখার দাবি জানান। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, এটা আমাদের ব্যক্তিগত দাবি না, এটা সমস্ত কিশোরগঞ্জবাসীর দাবি। কিশোরগঞ্জের সব শ্রেণি-পেশার মানুষ ঢাকা বিভাগের সঙ্গে থাকতে চায়। জনগণের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে আমরা বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করি। গত শনিবার (১১...