পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও বজ্রপাত থেকে মানুষকে রক্ষা পাওয়ার সম্ভাবনায় বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সোমবার টাঙ্গাইল পৌর এলাকার বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং কোট মসজিদে তালগাছ রোপণ করেন তিনি। টুকু বলেন, টাঙ্গাইলে স্কুল, কলেজ ও মসজিদ-মাদ্রাসায় বিভিন্ন প্রজাতির গাছ এ পর্যন্ত ৮০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। তিনি আরও বলেন, তালগাছ হচ্ছে বজ্রপাত থেকে মানুষকে রক্ষা পাওয়ার একটি সম্ভাবনা। এছাড়াও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন— মহান রাব্বুল আলামিন যদি জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশে প্রায় ৩০ কোটি বৃক্ষরোপণ করা হবে। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলে ৮০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি সম্পূর্ণ করেছি। তিনি আরও বলেন, বিগত কয়েকদিনে বজ্রপাতে টাঙ্গাইলে ১১ জন মানুষের প্রাণহানি ঘটেছে। সেই দিক বিবেচনা করেই টাঙ্গাইল...