১৩ অক্টোবর ২০২৫, ০৫:২৬ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৫:২৬ পিএম গাজায় যুদ্ধবিরতির পর এবার দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির জন্য আজ মিশরে যে শীর্ষ নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেখানে যোগ দিচ্ছেন না ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মিসরে আয়োজিত সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু ইসরাইলিদের ধর্মীয় ছুটির শুরুর আগ মুহূর্তের সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাওয়ায় সেখানে অংশগ্রহণ নিতে পারছেন না নেতানিয়াহু। এদিকে, শান্তি বৈঠকে অংশ নিতে মিশরের উদ্দেশে পাড়ি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সাংবাদিকদের তিনি বলেছেন, গাজার যুদ্ধ শেষ হয়েছে। হামাসের হাতে বন্দি জীবিত বন্দিদের ইসরাইলের হাতে তুলে দেওয়া হচ্ছে। ইসরাইলও ফিলিস্তিনের বন্দিদের ছেড়ে দিতে শুরু করেছে। সূত্র: বিবিসি। কুষ্টিয়ায়...