পটুয়াখালীর দুমকিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে চার জেলেকে বিনাশ্রমে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১২ অক্টোবর) রাত থেকে সোমবার (১৩ অক্টোবর) দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার লেবুখালী গ্রামের কাদের গাজী (৫৫), একই গ্রামের মো. সবুজ শরীফ (৫০), বাকেরগঞ্জ উপজেলার কানকী গ্রামের ছালাম সিকদার (৫৬) ও কৃষ্ণকাঠীর কানকী এলাকার মাহবুব তালুকদার (৩৫)। এদের প্রথম দু'জনকে একমাস এবং শেষের দু'জনের দুমাস করে কারাদণ্ড দেওয়া হয়। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, রবিবার রাত ১০টা ও সোমবার সকাল ৬টার দিকে দিকে উপজেলার লেবুখালী ও আলগী এলাকায় পায়রা নদীতে সরকারি নিষেধাজ্ঞা...