মানিকগঞ্জ: মানিকগঞ্জের চারটি উপজেলার পৃথক স্থান থেকে একদিনে নারী-পুরুষসহ পাঁচটি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) দুপুরের দিকে সদর, ঘিওর, সাটুরিয়া এবং সিংগাইর থানা পুলিশ লাশগুলো উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘিওর থানা: জেলার ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের দেওভোগ এলাকায় সোনা মিয়া (৪০) নামে এক ব্যক্তির নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোনা মিয়া সিংজুরী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তিনি দীর্ঘ সময় প্রবাসে ছিলেন। গত বছরের ৫ আগস্ট ঢাকায় আন্দোলনের সময় গুলিতে তার স্ত্রী নিহত হন। তারপর থেকেই তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ বিষয়ে সোনা মিয়ার ছেলে আলামিন বলেন, আমার মায়ের মৃত্যুর পর থেকেই বাবা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। আজ সকালে ফুপা ফোনে জানান বাবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘিওর থানার ভারপ্রাপ্ত...