শিগগির ঢাকা সফরে আসছেন অস্ট্রেলিয়ার ক্ষুদ্র ব্যবসা, আন্তর্জাতিক উন্নয়ন ও বহুসংস্কৃতিবিষয়ক মন্ত্রী ডা. অ্যান অ্যালি। ভারত মহাসাগরীয় অঞ্চলে সম্পৃক্ততা জোরদারে এ সপ্তাহে বাংলাদেশ ও ভারত সফরে আসছেন তিনি। সোমবার (১৩ অক্টোবর) ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রী অ্যান অ্যালি বাংলাদেশে অবস্থানকালে দুদেশের উন্নয়ন সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে ‘অস্ট্রেলিয়া–বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টনারশিপ প্ল্যান ২০২৫–২০৩০’ উদ্বোধন করবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ট্রেলিয়া বাংলাদেশের গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের পথে অগ্রযাত্রাকে স্বাগত জানায় এবং এ প্রচেষ্টায় সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সফরে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন মন্ত্রী অ্যান অ্যালি। যেখানে বাংলাদেশ ১১ লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। বিজ্ঞপ্তিতে এটিকে ‘অঞ্চলের সবচেয়ে বড় ও জটিল মানবিক সংকট’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অস্ট্রেলিয়া আগামী তিন বছরে মিয়ানমার ও বাংলাদেশের রোহিঙ্গা...