যুক্তরাষ্ট্রের সমর্থিত জিম্মি-বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ইসরায়েলের কারাগারগুলো থেকে সব ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। ইসরায়েল জানিয়েছে, এসব বন্দিদের মধ্যে ২৫০ জন হত্যা, আক্রমণসহ বিভিন্ন অপরাধে ইসরায়েলি আদালত কর্তৃক এক বা একাধিক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন, তাদের পাশাপাশি গত দুই বছর ধরে গাজায় যুদ্ধ চলাকালে আটক ১৭১৮ জন ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হয়েছে। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ওফার কারাগার থেকে বাসে করে ফিলিস্তিনি বন্দিদের রামাল্লা নিয়ে যাওয়া হয়। সেখানে তারা বাস থেকে নামতে শুরু করার সঙ্গে সঙ্গে সেখানে জড়ো হওয়া হাজার হাজার ফিলিস্তিনি আনন্দে ফেটে পড়ে। কারামুক্তরা বাস থেকে নেমে আসার পর তাদের পরিবারের সদস্যরা ও বন্ধুরা তাদের জড়িয়ে ধরেন। বন্দিদের বাবা ও মায়েরা তাদের জড়িয়ে ধরে আনন্দে কেদে ফেলেন। সেখানে থাকা অন্যরা বন্দিদের কাঁধে নিয়ে উল্লাস করতে...