চট্টগ্রাম:ভ্যাট অব্যাহতি দিলেই বেজা থেকে প্লট বুঝে নিতে আগ্রহ প্রকাশ করেছেন বিজিএমইএ নেতারা। তারা বলেছেন, দেশের রপ্তানিমুখী শিল্পকে টেকসই পর্যায়ে নিয়ে যেতে হলে সরকারকে শিল্পবান্ধব নীতিমালা আরও বাস্তবায়নযোগ্য করতে হবে।ভাড়ার বিপরীতে শতভাগ রপ্তানিমুখী শিল্প কারখানার জন্য ভ্যাট মওকুফের বিধান রয়েছে। মীরসরাই অর্থনৈতিক জোনে ৫০ বছরের জন্য ভাড়ার ভিত্তিতে বিজিএমইএকে বরাদ্দ দেওয়া হচ্ছে।তাই এখানে ভ্যাট প্রযোজ্য হবে না। স্থানীয় বা আংশিক রপ্তানিকারকদের জন্য ভ্যাট দেওয়ার বিধান প্রযোজ্য। ফলে শতভাগ রপ্তানির ক্ষেত্রে ভ্যাট মওকুফের বিধান বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান তারা। বিজিএমইএ চায় বেজা থেকে প্লট বরাদ্দে ভ্যাট অব্যাহতি দেওয়া হোক। সরকার যদি ভ্যাট অব্যাহতির বিষয়টি বিবেচনা করে তাহলে নতুন বিনিয়োগকে উৎসাহিত করার পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে দ্রুত শিল্প স্থাপন ও বিনিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।...