কানাডায় ক্রেডিট কার্ড ও চেক চুরির অভিযোগ ভারতীয় বংশোদ্ভূত আটজনকে আটক করা হয়েছে। ডাকবাক্স থেকে চুরিতে জড়িত ওই ব্যক্তিদের বিরুদ্ধে তিন শতাধিক মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ। তাদের কয়েকজনকে আবার ভারতে ফেরত পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে। কানাডার সংবাদমাধ্যম সিবিসিতে শুক্রবার (১০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চুরি এবং চৌর্যবৃত্তির মাধ্যমে সম্পদ আহরণের কারণে মিলিতভাবে তাদের বিরুদ্ধে ৩৪৪টি অভিযোগ দায়ের করা হয়। তাদের কাছ থেকে এখন পর্যন্ত ক্রেডিট কার্ড ও চেকসহ সাড়ে চারশোর বেশি মেইল উদ্ধার করা হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় চার লাখ কানাডীয় ডলার। আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেছে কানাডার পুলিশ। তাদের নাম সুমনপ্রীত সিং, গুরদীপ চাটঠা, জাশানদীপ জাত্তানা, হারমান সিং, জাসানপ্রীত সিং, মানরূপ সিং, রাজবীর সিং এবং উপিন্দরজিৎ সিং। তাদের বয়স ২১ থেকে ২৯ বছরের মধ্যে। একের পর...