বাংলা গানের এক উজ্জ্বল নক্ষত্র খুরশীদ আলম। পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি উপহার দিয়েছেন চার শতাধিক কালজয়ী গান। সম্প্রতি এই কিংবদন্তি সংগীতশিল্পী জানিয়েছেন—তার মতে, এই দেশ বহু শিল্পীকে নষ্ট করেছে। রাহাত সাইফুলের সঞ্চালনায় ‘রাইজিংবিডি স্পেশাল’ অনুষ্ঠানে অতিথি হয়ে খুরশীদ আলম বলেন, “আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এই দেশ বহু শিল্পীকে নষ্ট করেছে।”আরো পড়ুন:অরিজিতের সঙ্গে দ্বন্দ্ব, ভুল স্বীকার করলেন সালমানসারজিস, সম্ভবত তোমার ঘুম কম হচ্ছে: প্রিন্স মাহমুদ ব্যাখ্যা করে খুরশীদ আলম বলেন, “এই দেশের রাজনৈতিক নেতৃত্ব বহু শিল্পীকে ভুলভাবে ব্যবহার করেছে। যখন তাদের প্রয়োজন হয়েছে, শিল্পীদের কাছে টেনেছে; আর দরকার ফুরোলেই ফেলে দিয়েছে। কিছু শিল্পী রাজনীতিতে গিয়ে সফল হয়েছেন, নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছেন—তবে আমার মনে হয়, শিল্পীদের সরাসরি রাজনীতিতে না যাওয়াই ভালো। গানই আমার পলিটিক্স, গানই আমার সব।” বর্তমান সংগীতজগতের হিংসা-বিদ্বেষের...