বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগের লোকজন তাদের সাড়ে ১৫ বছরের শাসনামলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ কাজ না করে শুধু লুটপাট করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিসক অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ সোমবার সকালে সংগঠনের নাটোর জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে পল্লী চিকিৎসকদের মূল্যায়ন করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ৩১ দফার মধ্যেও ২৬ নম্বরে দেশের পল্লী চিকিৎসকদেও কথা উল্লেখ করেছেন। শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে সংগঠনের জেলা সহসভাপতি ডা. এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. রহমত...