বিশ্ব শোভন কর্ম দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জেন্ডার প্লাটফর্ম বাংলাদেশ দেশের নারী ও কন্যা শিশুর জন্য নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিতের লক্ষ্যে জনমত গঠনের জন্য ১৩ অক্টোবর ২০২৫, সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জেন্ডার প্ল্যাটফর্ম বাংলাদেশ এর পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্ল্যাটফর্মের সদস্য সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এর পরিচালক নাজমা ইয়াসমীন। সম্মেলনে শ্রম সংস্কার কমিশন-২০২৪ এর প্রধান ও বিলস নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, কমিশন সদস্য অ্যাডভোকেট মো. নাসিম, সবুজের অভিযান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মাহমুদা বেগম, আওয়াজ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক নাজমা আক্তার বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, সরকারের পক্ষ থেকে আইএলও কনভেনশন ১৯০ অনুসমর্থন ও ‘কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন...