বাংলাদেশে এ বছরের শারদীয় দুর্গাপূজা উৎসাহ–উদ্দীপনায় উদ্যাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে পূজা উদ্যাপন পরিষদ৷ তবে একটি বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছেন তারা৷ বাংলাদেশে এ বছরের শারদীয় দুর্গাপূজা উৎসাহ–উদ্দীপনায় উদ্যাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে পূজা উদ্যাপন পরিষদ৷ তবে একটি বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছেন তারা৷ ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলোর খবর অনুযায়ী, আজ (সোমবার) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির এক যৌথ সংবাদ সম্মেলনে পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান।সারা দেশে এবার অত্যন্ত সুন্দরভাবে পূজা উদযাপিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই উৎসব আয়োজনে সরকার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা অত্যন্ত আন্তরিকতা নিয়ে তাদের পাশে ছিল। রাজনৈতিক দলগুলোরও সক্রিয় সহযোগিতা তারা পেয়েছেন।তবে দুর্গোৎসব শুরু হওয়ার আগে অন্তত...