এন এন স্কুলের কর্মচারী’র বিরুদ্ধে বেতন জালিয়াতির অভিযোগ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। পঞ্চগড়:পঞ্চগড়ের দেবীগঞ্জে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের (এন এন স্কুল) অফিস সহায়ক সফিউল আলমের নাম রয়েছে হাজিরা খাতায়, কিন্তু তার দেখা মেলে না অফিসে। বছরের পর বছর অনুপস্থিত থেকেও তিনি সরকারি কোষাগার থেকে তুলেছেন প্রায় দশ লাখ টাকার বেতন। জাল স্বাক্ষর ও কর্তৃপক্ষের নীরবতা সব মিলিয়ে তৈরি হয়েছে জালিয়াতির এক ক্লাসিক উদাহরণ।সোমবার (১৩ অক্টোবর) সরেজমিনে দেবীগঞ্জ পৌর সদরের নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।বিদ্যালয়ের বিভিন্ন নথিপত্র এবং কর্মচারী হাজিরা খাতা দেখে জানা যায়, ২০১৩ সালের ২২ মে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে যোগদান করেন সফিউল আলম। যোগদানের পর থেকে বেশ কয়েক বছর নিয়মিত বিদ্যালয়ে...