ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঢাবির স্যার এ এফ রহমান হলের এক্সটেনশন শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে সংঘর্ষের সূত্রপাত হয় এবং ৩টার দিকে তা শেষ হয়। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসময় উভয় পক্ষকে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠি-সোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় অংশ নিতে দেখা যায়। সংঘর্ষে সাংবাদিকসহ কয়েকজন শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনাও ঘটে। ঢাকা কলেজ সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যায় ঢাকা কলেজের ইংরেজী বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী শাহিন মৃধা আর ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাগর খান (২০১৭-২০১৭ সেশন) ঢাবির শাহনেওয়াজ হলের মূল ফটক সংলগ্ন রাস্তায় একটি দোকান উঠিয়ে আখরস নামক ফুটকার্ট দোকান (ভ্রাম্যমান) বসান। এরপর রাতে শাহনেওয়াজ হলের...