চলতি অক্টোবরের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১৪ হাজার ৪০৮ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল রোববার (১২ অক্টোবর) দুই হাজার ৩৬৬ কোটি ৮০ লাখ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। আজ সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। আরিফ হোসেন বলেন, গত বছরের অক্টোবরের প্রথম ১২ দিনে প্রবাসী আয় এসেছিল ৯৯ কোটি ৩০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৮ কোটি ৮০ লাখ ডলার বা ১৮ দশমিক ৯০ শতাংশ। অপরদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ১২...