নিজস্ব প্রতিনিধি:মানিকগঞ্জে পৃথক স্থানে নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সদর, সিঙ্গাইর, ঘিওর ও সাটুরিয়া উপজেলায় এসব মরদেহ উদ্ধার করা হয়। একদিনে একাধিক মৃত্যুর ঘটনায় জেলায় নেমে এসেছে শোকের ছায়া। দুপুরে সরকারি সেবা ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাশড়া মহল্লায় পৌর ভূমি অফিসের পেছনের একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে আবু হানিফ (৩৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবুল বসরের ছেলে। নিহতের সাবেক স্ত্রী বৃষ্টি আক্তার জানান, আবু হানিফ তার বর্তমান গর্ভবতী স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করতেন। বিদেশে পাঠানোর কথা বলে বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে ফেরত দিতে না পারায় তিনি মানসিক চাপে ছিলেন। সম্প্রতি মানিকগঞ্জের এক ব্যক্তির মোটরসাইকেল বিক্রির টাকা আত্মসাৎ করে...