আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ে মহড়া, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, বিরামপুর আয়োজিত এবং এই গ্রাম বিকাশ কেন্দ্রের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। তিনি শিক্ষার্থী ও উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, দুর্যোগ কখনও একা আসে না, তাই আমাদের সবাইকে একসাথে সচেতন হতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই দুর্যোগ মোকাবেলা সম্ভব। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, ফায়ার সার্ভিসের...