শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ১৩ অক্টোবর, ২০২৫, ১৭:৫০:৪৩ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। মুন্সীগঞ্জ:“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার সুফিয়া এ হাই খানসরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন।উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া পরিচালনা করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। উক্ত মহড়ায় অগ্নি-নির্বাপক, উদ্ধার, ও প্রাথমিক চিকিৎসা বিষয়ের ওপর প্রশিক্ষণ দেন। এছাড়া দুর্যোগ মোকাবিলায় করনীয় সমন্ধে আলোচনা করেন তিনি।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মোহাম্মদ তাজুল ইসলাম, প্রধান...