১৩ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পিএম ইসরাইলের পার্লামেন্টে নেসেটে ভাষণ দেয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাধা দেন দুই এমপি। তারা এ সময় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। বার্তা সংস্থা আল-জাজিরা নিশ্চিত করেছে যে, মার্কিন প্রেসিডেন্টকে ইসরাইলি পার্লামেন্টের সদস্য আয়মান ওদেহ ও ওফের কাসিফ বাধা দিয়েছিলেন। তাদেরকে পরে ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তারা টেনেহিঁচড়ে বের করে আনেন, তাদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেন। সরিয়ে নেওয়ার আগে, ওদেহ একটি কাগজ তুলে ধরেন যাতে লেখা ছিল ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’! এরপর ওদেহ তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করে বলেছেন, ‘ভাষণে যে পরিমাণ ভণ্ডামি ছিল তা অসহনীয়। কোনও সুপরিকল্পিত গোষ্ঠীর মাধ্যমে কখনও দেখা যায়নি এমন তোষামোদের মাধ্যমে নেতানিয়াহুকে মুকুট পরানো তাকে এবং তার সরকারকে গাজায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ থেকে, লাখ লাখ...