বয়সের ভারে দেহ কিছুটা নুয়ে পড়েছে। জীবনের শেষ প্রান্তে এসে মানবেতর জীবন যাপন করছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৭০ বছর বয়সী অসহায় ভিক্ষুক মজিবর হোসেন। নানা রোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে দুর্বল ও অর্থনৈতিকভাবে নিঃস্ব এই বৃদ্ধ প্রতিদিন ভিক্ষা করে যা পান তা দিয়েই দুই শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে চলছে তার সংসার। আর কদিন ভিক্ষা না করতে পারলে স্ত্রী সন্তানদের মুখে দু’মুঠো ভাত জোটে না। ১৩ অক্টোবর( সোমবার) দুপুরে মজিবর হোসেনের সাথে জনকণ্ঠ সংবাদ মাধ্যমের কথা হয় পৌরসভার ৯ নং ওয়ার্ডে। তখন দেখা যায় মজিবর হাতে একটি ভিক্ষার ঝুলি নিয়ে এক দুয়ার থেকে আরেক দুয়ারে ছুটছেন এক মুঠো চালের জন্য। এ সময় মজিবর জনকণ্ঠ সংবাদ মাধ্যমকে জানায়, তিনি শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ছয় মাস আগে মাথায় করে বালুর বস্তা নেয়ার...