প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় অনুভূতি সুরক্ষায় সর্বোচ্চ কঠোর আইন প্রণয়নসহ তিন দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবিগুলো পেশ করে। সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, "সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে নাচ-গানের শিক্ষক নিয়োগ দিয়েছে। আমাদের সুফি-জনতা এসব চায় না। তারা ইসলামী আদর্শের শিক্ষা ও সমাজব্যবস্থা চায়। অভিভাবকরাও তাদের সন্তানদের গান-বাজনা শেখাতে স্কুলে পাঠান না।" তিনি সরকারকে অনতিবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে সব...