রিয়াল মাদ্রিদের সাবেক পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর গুণমুগ্ধ ফরাসী তারকা কিলিয়ান এমবাপে। বর্তমানে আল নাসরে খেলা রোনালদোর প্রতি নিজের মুগ্ধতার কথা অনেকবারই জানিয়েছেন রিয়ালের বর্তমান এই তারকা। শুধু তাই নয়, গোল উদযাপনেও রোনালদোকে অনুসরণ করার চেষ্টা করেন তিনি। এবার রোনালদোর সম্পর্কে আবারও প্রশংসাসূচক মন্তব্য এলো এমবাপের মুখ থেকে। তার কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো ‘নাম্বার ওয়ান’ এবং তিনি রোনালদোকে নিজের আদর্শ হিসেবেই দেখেন। এমবাপে স্বীকার করেছেন, সৌদি আরবের আল নাসরে খেলা পর্তুগিজ কিংবদন্তির কাছ থেকে তিনি পরামর্শও নেন। রোনালদো ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত নয় মৌসুমে রিয়ালের হয়ে ৪৫০ গোল করে ক্লাব ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের অধিকারী হয়েছেন। এ সময় তিনি ১৬টি ট্রফি জয় করেন, যার মধ্যে রয়েছে চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এমবাপে, যিনি শৈশব থেকেই রোনালদোর ভক্ত, এখন নিজেও তার...