পাবনা পৌর এলাকার লতিফ টাওয়ার থেকে মেরিল বাইপাস পর্যন্ত সড়ক কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে মাত্র দুই মাস আগে। কিন্তু এর মধ্যেই কার্পেটিং উঠে গিয়ে সড়কে বড় বড় ও ঝুঁকিপূর্ণ গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পৌরসভা ও ঠিকাদারের অনিয়মের কারণেই ১৯ লাখ টাকা ব্যয়ের সংস্কার কাজ দ্রুত বেহাল দশায় পৌঁছেছে। আজ সোমবার (১৩ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এ ছাড়া বিটুমিনের পরিমাণ কম থাকায় সড়কের মাঝে মাঝে কার্পেটিংয়ের পাথর ঝরঝরা হয়ে উঠে যাচ্ছে। পৌরসভার তথ্য মতে, পাবনা শহরের লতিফ টাওয়ার থেকে মেরিল বাইপাস পর্যন্ত দুই হাজার ২০০ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ১৯ লাখ টাকার টেন্ডার হয়েছিল। কাজটি করে একে খন্দকার নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয় বাসিন্দা রাজ অভিযোগ করে বলেন, ‘যে সড়কটি...