হাওরের জেলা সুনামগঞ্জ। বছরের ছয়মাস শুকনা এবং ছয়মাস জলমগ্ন থাকে এই জেলা। তবে এখানকার মানুষের কাছে বন্যা এখন আর আকস্মিক দুর্যোগ নয়—যেন নিয়তি। জীবিকার জন্য যারা প্রধানত কৃষির ওপর নির্ভরশীল, তাদের ভাগ্য প্রতিনিয়ত বৈরী আবহাওয়ার করুণার ওপর ঝুলে থাকে। যখন বোরো ধান ঘরে তোলার সময় আসে, ঠিক তখনই পাহাড়ি ঢল আর অতিবৃষ্টি এসে ভাসিয়ে নিয়ে যায় কৃষকের সব স্বপ্ন। সুনামগঞ্জের ইতিহাসে ২০১৭ ও ২০২২ সাল বিশেষভাবে আতঙ্কের। এই দুই বছরের ভয়াবহতা দীর্ঘস্থায়ী ক্ষত দিয়েছে হাওরবাসীকে। ২০১৭ সালের এপ্রিলে উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিতে ১৫৪টি হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে যায়। প্রায় তিন হাজার কোটি টাকার বোরো ধান তলিয়ে যায়। ডুবে যাওয়া ধানক্ষেতের কীটনাশক পানিতে মিশে বিষক্রিয়া সৃষ্টি করে, যার ফলে মরে ভেসে ওঠে শতকোটি টাকার মাছ। বন্যায় ৩৩২...