রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বাসস’কে জানান, ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টায়। এরপর প্রতিটি কেন্দ্রের ব্যালট বাক্স সংগ্রহ করে মিলনায়তনে আনা হবে। ভোট গণনার আগে ভিন্ন ভিন্ন রঙের ব্যালট আলাদা করে ১০০টি করে বান্ডেল করা হবে। প্রতিটি বান্ডেলের ব্যালট ওএমআর মেশিনে গণনা করা হবে। তিনি আরও জানান, গণনার সময় বিশেষজ্ঞ একটি দল পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে। প্রতিটি হলের ভোট গণনা তিন ধাপে সম্পন্ন হবে। একটি হলের ফলাফল শেষ হলে পরবর্তী হলের গণনা শুরু হবে। মোট ১৭টি হলের ফলাফল প্রস্তুত ও যাচাই শেষ হতে ১৪ থেকে ১৬ ঘণ্টা সময় লাগতে পারে। অধ্যাপক আকন্দ বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে শিক্ষার্থীদের যাতে কোনো সংশয়ে না থাকে, সেজন্য পুরো প্রক্রিয়া উন্মুক্ত রাখা হবে। সাংবাদিকরাও মিলনায়তনে থেকে প্রতিবেদন করতে পারবেন, আর ভোট গণনার দৃশ্য...