মানিকগঞ্জে পৃথক স্থান থেকে একদিনে নারীসহ ৫ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ সদর, ঘিওর ও সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দুপুরে মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া ও সকালে ঘিওর উপজেলার দেওভোগ এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় দুই পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে অজ্ঞাত এক পুরুষ শ্রমিক ও মেডিকেল কলেজের সামনে থেকে অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। সিংগাইর উপজেলার দেউলি এলাকায় বিষপানে আত্মহত্যা করেছে রোজিনা আক্তার নামে এক গৃহবধূ। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...