গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে বন্দি থাকার পর অবশেষে বাকি ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। মুক্তির আগেই স্থানীয় সময় সোমবার (১৩ অক্টোবর) হামাস কিছু জিম্মিকে বাড়িতে ভিডিও কল করার অনুমতি দিয়েছিল। খবর দ্য গার্ডিয়ানের। এর আগে সোমবার সকালে হামাস প্রথমে সাতজন জীবিত জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করে। পরে বাকি আরও ১৩ জনকে মুক্তি দেওয়া হয়। জিম্মিদের মুক্তি নিয়ে তেল আবিবের ‘হোস্টেজ স্কোয়ার’-এ জড়ো হওয়া প্রায় ৬৫ হাজার জনতা ও বাড়িতে কভারেজ দেখা লাখ লাখ মানুষের কাছে আবেগঘন মুহূর্তের ফুটেজ শেয়ার করেছে ইসরায়েলি সম্প্রচারমাধ্যমগুলো। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় অপহৃত হওয়া ৪৮ বছর বয়সী ওমরি মিরানের পরিবার জানিয়েছে, দীর্ঘ বেদনাদায়ক ৭০০ এরও বেশি দিনের পর ওমরির প্রত্যাবর্তন। একটি সমগ্র জনগণের জন্য একটি বিজয়। তারা...