ঢাকায় গত বৃহস্পতিবার এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করার পর ম্যাচ বল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হংকংয়ের উইঙ্গার রাফায়েল মার্কিস। তিনি সতর্ক করে বলেছেন, 'বাংলাদেশকে এর দ্বিগুণ মূল্য দিতে হবে।' জাতীয় স্টেডিয়ামে সেদিন রোমাঞ্চকর ম্যাচে রোমাঞ্চকর ম্যাচে রাফায়েল মার্কিসের হ্যাটট্রিকে হংকং ৪–৩ গোলে হারায় বাংলাদেশকে। শেষ মুহূর্তে মার্কিসের গোলে নিশ্চিত হয় সেই জয়। কাল হংকংয়ে কাই তাক স্টেডিয়ামে গ্রুপ ‘সি’-এর ফিরিতে ম্যাচে দুদল আবার মুখোমুখি হচ্ছে। এই ম্যাচে জিতলে হংকং ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের মূল পর্বে জায়গা পাওয়ার খুব কাছাকাছি পৌঁছে যাবে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আজ মার্কিস জানিয়েছেন, ঢাকায় বাংলাদেশের সেদিনের 'আচরণ' তাকে আরও অনুপ্রাণিত করেছে প্রতিশোধ নিতে, 'আমি ম্যাচের পর বল চেয়েছিলাম, কিন্তু তারা দিতে চায়নি। বল বয়দের কাছেও গিয়েছিলাম, কিন্তু কেউই...