নর্দার্ন আয়ারল্যান্ডের খেলার ধরন নিয়ে ইউলিয়ান নাগেলসমানের মন্তব্য ঘিরে চলছে আলোচনা-সমালোচনা। প্রতিপক্ষকে অসস্মান করার অভিযোগ উঠছে জার্মানির কোচের বিরুদ্ধে। নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে নাগেলসমান বলেছেন, কাউকে অসম্মান করার কোনো উদ্দেশ্য ছিল না তার। গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারায় জার্মানি। জয়ের পর নাগেলসমান বলেছিলেন, মাইকেল ও’নিলের দল ‘অনেক লম্বা পাসে খেলে’ এবং তাদের খেলার এই ধরন কিছুটা ‘দৃষ্টিকটু।’ নাগেলসমানের ওই মন্তব্য নিয়ে তখন বয়ে যায় সমালোচনার ঝড়। এখনও চলছে চর্চা। বেলফাস্টে সোমবারের ফিরতি লড়াইয়ে নর্দার্ন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি। আগের দিন নাগেলসমানের সংবাদ সম্মেলনে ওঠে সেই প্রসঙ্গ। “আমি কোনো ধরনের অসম্মান করতে চাইনি। বলেছিলাম, তাদের খেলা হয়তো দেখতে সুন্দর নয়, কিন্তু গুরুত্বপূর্ণ ও আসল যে বিষয়টি উল্লেখ করেছিলাম তা হলো, তারা এটা খুব ভালোভাবে...