সপ্তাহান্তে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরিকে একটি নৌকায় ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। ডেইলি মেইলের প্রকাশিত ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। ৪০ বছর বয়সী পেরি ও ৫৩ বছর বয়সী ট্রুডোকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে এক ইয়টে চুম্বন ও আলিঙ্গন করতে দেখা যায়। উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি (পেরি) তার নৌকাটি একটি ছোট তিমি-পর্যবেক্ষক নৌকার পাশে টেনে নিয়েছিলেন, তারপরই তারা মজা করতে শুরু করেন। লোকটির হাতে ট্যাটু না দেখা পর্যন্ত বুঝতে পারিনি, পরে দেখি—তিনি আসলে জাস্টিন ট্রুডো। এই ঘটনার সময়কাল নিয়েও আলোচনায় রয়েছেন অনেকে। মাত্র এক মাস আগে পেরি তার দীর্ঘদিনের বাগদত্তা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। জুলাইয়ের শেষ দিকে দুজনকে কানাডার মন্ট্রিলের একটি রেস্তোরাঁয়...