চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ছাদে মেরামতের সময় শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরিত হয়ে একজন নিহত, দগ্ধ হয়েছেন আর দুজন। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. শওকত। তার বাড়ি নগরের পতেঙ্গা থানায়। দগ্ধ দুজন হলেন মো. তানভীর ও মো. মিশকাত। তাদেরকে চমেক হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন জানান, হাসপাতালের ছাদে এসি মেরামতের কাজ করছিলেন তিনজন...