কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে বিশ্বজুড়ে ভিডিও কনটেন্ট তৈরির উন্মাদনা চলছে। পিছিয়ে নেই বাংলাদেশও। নির্মিত হয়েছে সম্পূর্ণ এআই জেনারেটেড সিনেম্যাটিক মিউজিক ভিডিও। যেখানে শিল্পীদের চেহারা অরিজিনালটি রেখে তৈরি করা হয়েছে। গানের শিরোনাম ‘নিঝুম রাত’। গানটি গেয়েছেন সুজান আফজাল। গায়কের কথা ও সুরে সংগীত পরিচালনা করেছেন নমন। ভিডিও নির্মাণ করেছেন কণ্ঠশিল্পী নিজেই। সম্প্রতি গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে। পাশাপাশি শোনা যাচ্ছে দেশি-বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মে। এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী সুজান আফজাল বলেন, ‘সম্পূর্ণ এআই দিয়ে নিখুঁতভাবে গানের ভিডিও নির্মিত হয়েছে। সকল চিত্রায়ন একদমই রিয়েল ক্যারেক্টার ইমেজ দিয়ে এডিটিং হয়েছে। এমন রিয়েল ক্যারেক্টার ইমেজ ভিত্তিক সিনেম্যাটিক ভিডিও দিয়ে বাংলাদেশে এআই ভিত্তিক মিউজিক ভিডিওর আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমরাই প্রথম এমন মিউজিক ভিডিও তৈরি করেছি। আশা করছি, দর্শকদের পছন্দ হবে।’এ প্রসঙ্গে সংগীত পরিচালক নমন বলেন, ‘গানটি...