ফিলিস্তিনি ছিটমহল গাজায় হামাস যে নিরাপত্তা অভিযান পরিচালনা করছে, তার জন্য তাদের একটি সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার এয়ার ফোর্স ওয়ান ফ্লাইটে করে ইসরায়েলে যাওয়ার সময় ট্রাম্প এমন মন্তব্য করেছেন বলে জানা গেছে। গাজা যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্প যে পরিকল্পনা হাজির করেছেন, তাতে সম্মতি দিয়ে চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল ও হামাস। গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি-বন্দি বিনিময়ের মাধ্যমে ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম পর্ব বাস্তবায়িত হচ্ছে। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, গাজা যুদ্ধের অবসান ঘটাতে হামাসকে অবশ্যই নিরস্ত্রীকরণ করতে হবে এবং গাজার শাসন ক্ষমতা থেকে সরে যেতে হবে। কিন্তু শুক্রবার থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর হামাস তাদের সাত হাজার যোদ্ধাকে ডেকে পাঠায় এবং গাজায় যেসব এলাকা থেকে ইসরায়েলি বাহিনী সরে গেছে, সেখানে নিজেদের...