গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ১২৪টি মরদেহ নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে ১১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে ইসরায়েলের বোমা হামলায় ধসে পড়া ভবনের নিচ থেকে। নতুন এসব মরদেহ পাওয়া যাওয়ায় দখলদার দেশটির আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৮০৬ জনে। আর আহত হয়েছেন এক লাখ ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলের বর্বর হামলায় গাজা এখন ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। জাতিসংঘের হিসাবে, চলমান যুদ্ধ শুরুর পর থেকে গাজার ৯২ শতাংশ আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। লাখো মানুষ এখন অস্থায়ী আশ্রয়কেন্দ্র, তাঁবু বা অপ্রতুল উপকরণে তৈরি ঘরে বসবাস করছেন। গাজার উদ্ধার সংস্থা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল জানান, শনিবার পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ গাজা সিটিতে ফিরে এসেছেন। এ অবস্থায় গাজাবাসীর জন্য তাঁবু ও...