জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে সরিয়ে ময়মনসিংহ বিভাগে স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে কিশোরগঞ্জে অবস্থান কর্মসুচি পালন করা হয়েছে। গত শনিবার শহরের গুরুদয়াল কলেজ চত্বরের শহীদ মিনার প্রাঙ্গনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসুচি পালন করা হয়। চলে বিকেল পর্যন্ত। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রস্তাবের প্রতিবাদে ফুঁসে উঠেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। কিশোরগঞ্জবাসী কোনোভাবেই ময়মনসিংহ বিভাগে যাবে না বলে পরিস্কার জানানো হয়। জেলা ছাত্রদলের নেতা মো. জগলুল হাসান চয়নের সার্বিক পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা মারুফ, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদ প্রমুখ। বক্তারা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশন কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগে নেয়ার প্রস্তাব করা হয়েছে। এটা একটি হঠকারী সিদ্ধান্ত।...