স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে’ আজ ১৩ অক্টোবর তাদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে ২০১৭ সালের এই দিনে সংগঠনটির পথচলা শুরু হয়েছিল। ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘স্বপ্ন নিয়ে’র যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন, সমাজের পরিবর্তনের জন্য তরুণদের এগিয়ে আসতে হবে—এই বিশ্বাস থেকেই ‘স্বপ্ন নিয়ে’র শুরু। আট বছর ধরে আমরা চেষ্টা করছি পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকেই ‘স্বপ্ন নিয়ে’ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সচেতনতা কার্যক্রম চালিয়ে আসছে। বর্ষপূর্তির এই দিনে সংগঠনটি তাদের সহযোগী, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আশরাফুল আলম হান্নান...