আমতলী (বরগুনা) প্রতিনিধি ১৩ অক্টোবর, ২০২৫, ১৭:৪৩:৫৮ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। বরগুনা:আমতলী উপজেলার গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সওকত ইসলাম সিফাত দুইটি যুদ্ধ বিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাডার, মিসাইল ও যুদ্ধ জাহাজ তৈরি করেছেন।তার এমন সৃষ্টি কর্মে অভিভুত এলাকাবাসী। সিফাত একজন বৈজ্ঞানিক হওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু অর্থ সংঙ্কটের কারনে সেই প্রতিভা বাধা হয়ে দাড়িয়েছে। সরকারি-বেসরকারি ভাবে তাকে আর্থিক সহযোগিতা করলে তিনি তার সৃষ্টিশীল কাজে আরও এগিয়ে নিতে পারবেন বলে আশা সিফাতের।জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর রাওগা গ্রামের মো. বশির প্যাদার ছেলে সওকত ইসলাম সিফাত ছোট বেলা থেকেই নতুন নতুন আবিষ্কার কর্মে উৎসাহী ছিলেন। ২০২২ সালে একটি হাফিজি মাদ্রাসায় হেফজো বিভাগে ভর্তি হন। একবছর হেফজো শেষে তিনি ২০২৩ সালে চাওড়া...