১৩ অক্টোবর ২০২৫, ০৫:০২ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৫:০২ পিএম প্রকৃতির অপরিসীম সৌন্দর্যের দেশ ইরান। তবে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যে কেবল সবুজ শ্যামলিমা ও হরেক রঙের ফুলে শোভিত তা নয়, রঙিন মাটি ও পাহাড়-পর্বতও ইরানকে রঙিন করে রেখেছে। আকাশে যখন রংধনু ভেসে ওঠে, তখন আমরা তাকাই উপরের দিকে। কিন্তু ইরানের তাবরিজের কাছে এক প্রান্তে রংধনু নেমে এসেছে মাটির বুকে, রূপ নিয়েছে পাহাড়ের। এই বিস্ময়কর সৌন্দর্যের নাম আলাদাগলার—রঙিন পর্বতমালা। এই বহুরঙা পর্বতমালা পৃথিবীর অতি বিরল প্রাকৃতিক দৃশ্যগুলোর একটি। বিশ্বের মাত্র কয়েকটি স্থানে এরকম পাহাড় দেখা যায়—যেমন চীনের ‘ঝাংইয়ে দানশিয়া জিওপার্ক’ এবং পেরুর ‘আউসাঙ্গাতে পর্বত’। ধারণা করা হয়, চীনের এ পর্বতমালা লাখ লাখ বছর ধরে খনিজ ও বেলেপাথরের চাপ এবং অক্সিডেশনের ফলে সৃষ্টি হয়েছে। পৃথিবীর অন্যান্য জায়গাতেও...