মাদারীপুর সদর উপজেলার হবিগঞ্জ সেতুর মাত্র ৫০ মিটার দূরেই রমরমা বালু ব্যবসা করছে বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ওয়ার্ড মেম্বার শফিকুল বেপারী দেদুল। সেতুর কিছুটা দূলে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সেতুর সাথেই দুটো ব্রেজ নির্মাণ করে বালুর ব্যবসা করে যাচ্ছেন। প্রশাসনের চোখের সামনে এমন রমরমা ব্যবসা করলেও অজ্ঞত কারণে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ফলে নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিতে পারে। আর শতকোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর ক্ষতির সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। সরেজমিনে দেখা গেছে, হবিগঞ্জ সেতুর পূর্ব পাশ সংলগ্ন বালু রাখার জন্যে বড় আকারের দুটো ব্রেজ নির্মাণ করা। যেখানে আড়িলায় খাঁ নদ থেকে জ্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে বাল্কহেডের মাধ্যমে আনলোড করা হচ্ছে। যে স্থানে বালু জমানো হচ্ছে, তার মাত্র ৫০ ফুট দূরেই সেতুটি। ফলে বালু...