জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, চব্বিশের জুলাইয়ে আন্দোলন করে ফ্যাসিবাদ তাড়িয়েছি এটাই আমাদের সবচেয়ে বড় বিজয়। ব্যক্তি জীবনে আমার কোনো চাওয়া-পাওয়া নেই। মানুষের ও এলাকার উন্নয়নই আমার একমাত্র আকাঙ্ক্ষা। সেই লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি।সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এ সময় উপজেলার ইটাকুমারী ইউনিয়ন ও ছাওলা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লায় উঠান বৈঠক করেন এনসিপির এই নেতা।গণসংযোগ চলাকালে আখতার হোসেন বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, কারও সঙ্গে করমর্দন করেন, আবার কাউকে বুকে জড়িয়ে ধরেন। মনোযোগ দিয়ে শোনেন সাধারণ মানুষের কথা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে তৃণমূলের মানুষের আশা-আকাঙ্ক্ষা জানতে তিনি এই গণসংযোগ চালাচ্ছেন। এর আগেও আখতার হোসেন নিজ এলাকায় দুই...