নির্বাচনের আগে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন জোরালো হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এসব আন্দোলনের ভেতরে রাজনৈতিক ইন্ধন থাকবে বলে জানান তিনি। এসবের মাধ্যমে দেশে আরো একটি ১/১১ সৃষ্টি করার পাঁয়তারা হতে পারে বলে দাবি রাশেদ খানের। তার ভাষ্য, তবে আওয়ামী লীগ ফিরলে কারো রক্ষা হবে না।আজ সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে, বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন জোরালো হবে। খোলা চোখে মনে হতে পারে, সাধারণ চাকরিজীবীরা বা শিক্ষার্থীরা আন্দোলন করছে। কিন্তু ভেতরে থাকবে রাজনৈতিক ইন্ধন বা পৃষ্ঠপোষকতা। এসব আন্দোলনের মূলে থাকবে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের মাধ্যমে আরেকটি ১/১১ সৃষ্টি করা।এমন আন্দোলনের উদাহরণ দিয়ে তিনি বলেন, যেমন—আনসার সমাবেশের নামে ছাত্রলীগের সমাবেশ করা হয়েছিল সচিবালয়ের...