ফরিদপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ আরজু আক্তার (২৪) নামের এক তরুণীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর রেল বস্তি এলাকায় এ মাদকবিরোধী অভিযান চালানো হয়। আরজু আক্তার ওই এলাকার রিয়াজ শেখের স্ত্রী। কোতয়ালী থানার উপ-পরিদর্শক আহাদুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সেনাবাহিনী বাড়িটি ঘিরে ফেলে এবং পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। আরজু আক্তারের বসতঘরে তল্লাশি চালিয়ে পাঁচটি প্যাকেটে থাকা মোট ১ হাজার পিস ইয়াবা এবং কিছু হেরোইন জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে হেরোইনের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। এ সময় মাদক বিক্রির ১৯ হাজার টাকা এবং মাদক ব্যবসায় ৪ লাখ টাকা লেনদেনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। আটক আরজু আক্তারের মা সাহেদা বেগম (৪০) ফরিদপুরে ‘মাদক...