বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফার মধ্যেও স্বাস্থ্যসেবা রয়েছে। অথচ আওয়ামী লীগ এই স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধ্বংস করে দিয়েছে। তারা কাজ না করে, ওষুধ সরবরাহ না করে, শত শত-হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। ফলে দেশের স্বাস্থ্যব্যবস্থা আজ চরম সংকটে।” তিনি বলেন, “প্রিয় ভাইয়েরা, আমাদের নেতা তারেক রহমান সাহেব ৩১ দফার মধ্যে ২৬তম দফায় জনগণের স্বাস্থ্যসেবা, চিকিৎসা ও পল্লী চিকিৎসকদের উন্নয়ন বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে অবশ্যই পল্লী ডাক্তারদের মূল্যায়ন করা হবে। তারেক রহমান সাহেব পল্লী চিকিৎসকদের উন্নয়ন নিশ্চিত করবেন।” সোমবার দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের (বিএনপিডিএ) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি...