সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবার ভিসা ও আবাসন আইন লঙ্ঘনকারীদের শনাক্তে ব্যবহার করতে যাচ্ছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন স্মার্ট গাড়ি। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) আসন্ন গিটেক্স গ্লোবাল ২০২৫ প্রদর্শনীতে এই প্রযুক্তি উন্মোচন করছে। গাড়িগুলোতে থাকবে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফেসিয়াল রিকগনিশন, এবং রিয়েল-টাইম ডাটা বিশ্লেষণ ব্যবস্থা, যা ভিসা মেয়াদোত্তীর্ণ বা অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারবে। সম্পূর্ণ বৈদ্যুতিক এই গাড়ি একবার চার্জে প্রায় ৬৮০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। এতে ছয়টি উচ্চ রেজলিউশনের ক্যামেরা বসানো হয়েছে, যা দিন ও রাতে ১০ মিটার পর্যন্ত পরিসরে মুখ শনাক্ত করতে পারবে। ক্যামেরা থেকে সংগৃহীত তথ্য সরাসরি বিশ্লেষণ করে গাড়ির অভ্যন্তরীণ অপারেশনাল সিস্টেমে প্রদর্শিত হবে। কোনো ব্যক্তির তথ্য সরকারি ডাটাবেসের সঙ্গে মিলে গেলে সঙ্গে সঙ্গে ‘স্মার্ট অ্যালার্ট’...