১৩ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পিএম চাটমোহর প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় চাটমোহর প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে নানা অপপ্রচার ও বিরূপ মন্তব্য করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সম্প্রতি চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নে বিএনপির কর্মী-সমর্থকদের বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের পর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের কতিপয় নেতা সাংবাদিক পরিচয়ধারী একজন ফেসবুক পেজের কনটেন্টকে ডেকে নিয়ে কথিত সাংবাদিক সম্মেলন করে চাটমোহর প্রেসক্লাবের সাংবাদিকদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন। এছাড়া দু’একজন সংবাদকর্মীকে মোবাইল ফোনে হুমকি প্রদান করেন। এদিকে চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপি কর্মী-সমর্থকদের জামায়াতে যোগদানের সংবাদটি মিথ্যা বলে দাবি...