সন্তানহীন নারী ৩০ পেরোলেই তাকে সমাজ মনে করিয়ে দেয় তার ‘বায়োলজিক্যাল ক্লক’ এর কথা। বলা হয় - এবার সন্তান জন্ম দেওয়া কঠিন হয়ে যাবে, সন্তান অসুস্থ হতে পারে, এমনকি অনেককে বন্ধ্যাত্বের ভয়ও দেখানো হয়। অন্যদিকে পুরুষের ক্ষেত্রে বরাবরই বলা হয় - পিতা হওয়ার জন্য কোনো বয়সই দেরি নয়। তবে নতুন গবেষণা বলছে ভিন্ন কথা। দীর্ঘদিন ধরে সমাজে ‘বায়োলজিক্যাল ক্লক’ শব্দটা শুধু নারীদের জন্যই প্রযোজ্য। কিন্তু সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণা জানাচ্ছে, বয়সের প্রভাব শুধু নারীর শরীরেই নয়, পুরুষেরও শরীরে পড়ে — বিশেষ করে তাদের শুক্রাণুর গুণমানে। ২০২৫ সালে প্রকাশিত সায়েন্স অ্যাডভান্সেস–এর এক গবেষণায় দেখা গেছে, নারীরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিম্বাণুর সংখ্যা কমে গেলেও, ওই ডিম্বাণুর জিনগত মান বা ডিএনএ-এর স্থিতিশীলতা তেমন নষ্ট হয় না। অর্থাৎ বয়স বাড়লে ডিম্বাণু কমে, কিন্তু...