‘আসামীকে গ্রেফতার যদি করা হয় তাহলে ২৪ ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে। তারপর আদালত যেখানে রাখতে বলবে সেখানে রাখবে।’ ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণার প্রেক্ষাপটে সোমবার (১৩ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিদের প্রশ্নের জবাবে একথা বলেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এসময় চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাব জেল ঘোষণা করে, সরকারের সেই ক্ষমতা আছে। কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন, প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন, এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। সুতারাং, এটা আমাদের কনসার্ন হওয়ার কোনো বিষয় না। আমাদের বক্তব্য হচ্ছে, যখন কোনো আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে তখন এই পরোয়ানাটাকে তামিল করা হব। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন পরোয়ানাটা তামিল করবেন, কাউকে গ্রেপ্তার করবেন তখন সরাসরি কিন্তু কাউকে...